আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাহগলী আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-২২ ২২:৩৫:১৪

সিলেট :: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয়ের প্রিন্সিপাল সাইফুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জাহেদ আহমদের সঞ্চালনায় ও ২য় শ্রেনীর মেধাবী ছাত্র আবিদুর রহমানের পবিত্র কোরআন পাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক, সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী নাইম আহমদ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও  কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল সেবুল ও ডাক্তার রায়হান আহমদ,সমাজসেবী নিজাম উদ্দিন,জামাল আহমদ ও রাগিব চৌধুরী।
দেশাত্মবোধক গান পরিবেশন করেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার পরিচালক শেখ আব্দুল আল মনসুর।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিক শারমিন আক্তার, কনিকা হক লাভলী, মনোরিতা দাস ও সালমা আক্তার।

অনুষ্ঠানের শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন