আজ শনিবার, ০৪ মে ২০২৪ ইং

সিলেট-চট্টগ্রাম রুটে চালু হবে ট্রেনের এসি বগি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১০ ০০:০৭:০৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট-চট্টগ্রাম রেলপথে এসি বগি চালু হবে। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন রেলমন্ত্রীর সাথে।

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন নিজেই এ তথ্য জানিয়েছেন। সিলেট চেম্বারের এক অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি।

ড. মোমেন বলেন, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের এসি বগি না থাকায় শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া পর্যটন খাতও বাধাগ্রস্থ হচ্ছে।

মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে কথা বলেছেন। রেলমন্ত্রী যত দ্রুত সম্ভব সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের এসি বগি সংযোজন করা হবে বলে তাঁকে জানিয়েছেন।

এছাড়া, সিলেট-ঢাকা মহাসড়ককে দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থ বরাদ্দ দিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেটভিউ২৪ডটকম/১০ অক্টোবর ২০১৯/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন