আজ বুধবার, ০৮ মে ২০২৪ ইং

জৈন্তাপুরে বিশ্ব হাত ধোয়া ও জাতীয় স্যানিটেশন দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ১৪:৫৭:৪৮

জৈন্তাপুর প্রতিনিধি :: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ১৯ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এ শ্লোগানে শ্লোগানে উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি পরবর্তী উপজেলা বটমূল চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। 

মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলার নির্বাহী অফিসার মৌরীন করিম, উপজেলা সমাজ সেবা অফিসার এ কে আজাদ ভূইয়া, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, আর ডি ও কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমদ, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইয়াহিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা ফেরদৌসি (মনি), বিয়াম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প অফিসের নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন, জৈন্তা ডি এস মাদ্রাসার সহকারী শিক্ষক রহমত আলী, কমলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসের মার্কেটিং কর্মকর্তা জালাল উদ্দিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/এমএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন