আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

‘সিলেটের দিনকাল’-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ওসি সেলিমের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৫ ২০:১৯:৪৮

সিলেট :: ‘দৈনিক সিলেটের দিনকাল’ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল আইডি থেকে প্রেরিত ই-মেইলের মাধ্যমে তিনি প্রতিবাদলিপিটি বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করেন।

মোহাম্মদ সেলিম মিঞা স্বাক্ষরিত প্রতিবাদলিপিটি প্রচারের অনুরোধ জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জেদান আল মুসা।

সংযুক্ত প্রতিবাদলিপিতে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা উল্লেখ করেছেন- ‘দৈনিক সিলেটের দিনকাল’ পত্রিকায় ১৫ অক্টোবর ২০১৯ তারিখ প্রকাশিত পত্রিকায় ১ম পৃষ্ঠার উপরের ডান পার্শ্বে তিন কলামবিশিষ্ট “সিলেট কোতোয়ালী থানা এলাকায় বাড়ছে অপরাধ, ওসি সেলিমের বেপরোয়া বাণিজ্য” সংবাদ প্রকাশিত হয়। যা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও কাল্পনিককেও হার মানায়। উক্ত সংবাদটি তাকে হেয়প্রতিপন্ন করার হীন মনমানসিকতায় মনগড়াভাবে পত্রিকায় প্রকাশিত করেশুধু আমাকে নয় পুলিশবাহিনী তথা সিলেট মেট্রোপলিটন পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে প্রতীয়মান হয়। যা কোনভাবেই কাম্য নয়। তিনি ‘দৈনিক সিলেটের দিনকাল’ পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৯/এসএমপি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন