আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

ইমাম সমিতির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৬ ০০:৩১:৪২


সিলেট :: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বক্তাগণ বলেন, দেশে যৌন নির্যাতন, ধর্ষণ, খুন, সন্ত্রাস, মদ, জুয়া অসামাজিক কার্যকলাপ দিন দিন বৃদ্দি পাচ্ছে। কলেজ, বিশ^বিদ্যালয় গুলোতে মাত্রারিক্ত সন্ত্রাসী কার্যক্রম চলছে। দেশপ্রেমিক মেধাবীদের উপর আজ কুচক্রী মহল মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। দেশের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ। একটি মহল মসজিদের নগরী ঢাকাকে মদ, জুয়া ও পতিতার আড্ডা খানায় পরিণত করতে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে সম্পদ অর্জন করে টাকা বিদেশে পাচার করছে। প্রভাবশালী নেতাদের ছাত্র-ছায়ায় সন্ত্রাসীরা এসব কাজ চালিয়ে যাচ্ছে নির্বিঘেœ। যাবতীয় অপরাধ দমনে এখনই সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান ইমাম নেতৃবৃন্দ।

ইমাম নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আজ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে। কখন কার ভাগ্যে কি ঘটবে তা নিয়ে আজ অভিভাবকগণ উদ্বিঘœ। শিলং তীরের প্রভাবে আজ খেটে খাওয়া মানুষ সর্বস্ব হারাচ্ছে, এগুলো বন্ধ করতে প্রশাসনকে কঠোর হতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি প্রতিষ্ঠা করতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান ইমাম নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, গেল সপ্তাহে দেশে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা হয়েগেছে। এবারের পূজাতে মন্ডপের বাহিরে মাইকের আওয়াজ শুনা যায়নি। মুসলমানদের আজান নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী করতে কোন অসুবিধা হয়নি। এ জন্য সিলেটের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সকল পূজা মন্ডপের দায়িত্বশীলকে ইমাম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

ইমামগণ বলেন, ইমানগণ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে আজ বলিষ্ঠ ভূমিকা রাখছেন কিন্তু ইমামগণকে সামাজিক ভাবে মূল্যায়ন করা হচ্ছে না। ইমামদের নিয়োগ-বিয়োগে আজ কোন নীতিমালা নেই, বেতন কাঠামো আজ উপেক্ষিত। ইমামগণের বেতন কাঠামো, চাকুরী বিধি ও সকল মসজিদের ইমামদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসার জন্য র‌্যাবের মহাপরিচালক সহ যারা এ ব্যাপারে মহান সংসদে কথা বলছেন ইমাম নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানান।

ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কারী মাওলানা শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা নূর আহমদ কাশেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ছুহাইর আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা লিয়াকত হুসাইন, মাওলানা নূরুল হক, মাওলানা মিছবাহুজ্জামান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানাআব্দুর হাই, মাওলানা হাফিজ জাদুল ইসলাম, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আবিদ হাসান, মাওলানা হাফিজ শিহাবুদ্দীন, মাওলানা মুতাহির হুসাইন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা রহম উল্লাহ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর হুসাইন, মাওলানা শরফ উদ্দিন, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

মঙ্গলবার মধুবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিতে আগামী ২৬ অক্টোবর ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল নাইওরপুলস্থ হোটেল সিলভিউ-এ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জীর আশু রোগমুক্তি, সিলেট বেতারের প্রথম কারী বদর র: এর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিসবাহ উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৯/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন