আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের রক্তদান কর্মসূচি সোমবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ২১:১০:১২

সিলেট :: লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে এবং সন্ধানী, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট, সিলেটের সহযোগিতায় রক্তদান কর্মসূচি ২০১৯ অনুষ্ঠিত হবে সোমবার (২১ অক্টোবর)।

এবারের রক্তদান কর্মসূচিতে থাকছে সবাইকে রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার,  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং কর্মসূচি চলাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান।

সকাল ১১টা থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ জিয়া উদ্দিন আহমদ। সেমিনারে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

উক্ত কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের সংশ্লিষ্টরা।

সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন