আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথ উপজেলা ‘পৌরসভা’য় উন্নীত হওয়ায় আ’লীগের মিষ্টি বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-২১ ২১:১৫:৩১

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ‘পৌরসভা’য় উন্নীত হওয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।

সভা থেকে বিশ্বনাথ উপজেলাকে ‘পৌরসভা’য় উন্নীত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় আনন্দ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান।

সভায় বিশ্বনাথ পৌরসভায় উন্নীত হওয়ায় আগামী বুধবার বাদ আসর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সদ্য উন্নীত বিশ্বনাথ পৌরসভার প্রথম প্রশাসক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান’কে নিযুক্ত করার জন্য সরকারের কাছে দাবী রাখেন নেতৃবৃন্দ।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, রফিক হাসান মেম্বার, আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী, আবদুস ছালাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও এনআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, বর্তমান যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, শ্রমিক লীগ নেতা আছকির আলী, যুবলীগ নেতা নূরশেদ মিয়া, মনোহর হোসেন মুন্না, গিয়াস উদ্দিন, দবির মিয়া, মোহন মিয়া, সাদ নূর, তাহির আলী বাবুল, লিটন মিয়া, সায়েদ আহমদ, সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, উপজেলা বন্ধুবন্ধ শিশু কিশোর মেলার সভাপতি শেখ ফজর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, কামরুল ইসলাম, মিয়াদ আহমদ, জাকির হোসেন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাক্তিবর্গ।

 সিলেটভিউ২৪ডটকম/২১ অক্টোবর ২০১৯/প্রনঞ্জয়/ জেএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন