আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের সকল ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষাব্যয় কমানোর দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৬ ২২:২৩:০৬

সিলেটে :: উচ্চ আদালতের রায়ের আলোকে সিলেটের সকল ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজে শিক্ষা ব্যয় কমানোর দাবি জানানো হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক অ্যাসোসিয়েশন সিলেটের এক বিশেষ সভায় এ দাবি জানানো হয়।

এছাড়াও গুনগত মান বৃদ্ধি করে ক্লাসেই মানসম্পন্ন পাঠদান, অভিভাবকদের সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠন, নিরাপদ পরিবেশ তৈরি, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ সকল পক্ষের স্বার্থ অক্ষুন্ন রাখা ও বাস্তবায়নের লক্ষে সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের অভিভাবকদের কমিটি ঘোষণা করা হয়েছে।


আনন্দ নিকেতন স্কুলে মন্জুর আহমদকে আহবায়ক, স্কলার্সহোমে মোজাহিদ খাঁন গোলশানকে আহবায়ক, বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সুলতানা জাহানকে আহবায়ক, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মো. দিদার হুসেন রুবেলকে আহবায়ক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সৈয়দা তানিয়া আহমদকে আহবায়ক, সিলেট গ্রামার স্কুলে এজহারুল হক চৌধুরী মন্টুকে আহবায়ক, রাইজ ইন্টারন্যাশনালে নাদিম আহমেদকে আহবায়ক করে প্রতিটি স্কুলে ১০১ সদস্যবিশিষ্ট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন গঠন করা হয়। এই সভায় শাখা কমিটিগুলো ঘোষণা করেন অভিভাবক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোজাহিদ খাঁন গোলশান, মাওলানা নেয়ামত উল্লাহ, নোমান আহমদ, মঞ্জুর আহমদ, শফিকুল ইসলাম, মো. দিদার হুসেন রুবেল, মো. তারা মিয়া, মো. নুরুজাম্মান, সৈয়দ কামাল আহমদ শাহজাহান, সৈয়দা তানিয়া আহমদ, সুবেন্ধু শেখর জাল, মঈন উদ্দিন, নিশাত চৌধুরী, মাসুম আহমদ, সায়েম আহমদ রনি প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৯/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন