আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

শাবি শিক্ষার্থীদের মানববন্ধনে প্রশাসনের বাধা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ২১:১৫:২৮

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে প্রশাসন কর্তৃক আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় মানববন্ধনে বাধা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদসহ প্রক্টরিয়াল বডির একাধিক সদস্য।

বুধবার(২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা সমাবর্তনের সময় ক্যাম্পাস ও হল খোলা রাখার দাবি জানান। এসময় তারা বলেন, সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের এত বড় মিলনমেলায় ক্যাম্পাস ও হল বন্ধ রাখা অযৌক্তিক।

এদিকে প্রক্টর জহীর উদ্দিন আহমেদ মানববন্ধনের অনুমতি না নেয়ার অভিযোগে মানববন্ধন চলাকালীন সময়ে বাধা দেন ও একপর্যায়ে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়ান।
পরবর্তীতে সাধারণত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা প্রক্টরের এ বাধাকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেন।

এদিকে প্রক্টরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/জুআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন