আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন, দুই প্রতারক আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৪:২৬:৪৭

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরী থেকে সেনা কর্মকর্তা পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় নগরীর মিরাবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা নিজেদেরকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। র‌্যাবের হাতে আটকের পর তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার জায়ফরপুরের মো. মতিউর রহমানের ছেলে জিয়াউর রহমান (১৯) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নওয়াইপুরের দিপু দাসের ছেলে নারায়ণ চন্দ্র দাস (২১)।

মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান আরও জানান, প্রতারকরা বিভিন্ন সেনা কর্মকর্তার নাম ও ছবি দিয়ে ফেসবুক চালাতো। ফেসবুকের এই একাউন্ট দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করতো।

সিলেটভিউ২৪ডটকম/ ০৫ ডিসেম্বর ২০১৯/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন