আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

মাদানীয়া ক্বোরআন শিক্ষা বোর্ডের পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৭:৩৯:৪৭

সিলেট :: বিশুদ্ধ ক্বোরআন শিক্ষার অন্যতম সংগঠন মাদানীয় কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ ইংরেজির ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় খাদিমপাড়াস্থ হিলভিউ পার্টি সেন্টারের অনুষ্ঠিত হয়।

বোর্ডের নির্বাহী সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানীর সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন জামালগঞ্জী ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ (ক্বওমী মাদ্রাসার শিক্ষাবোর্ড) সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজধানীর বারিধারা মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা হাফিজ নাজমুল হাসান, জামেয়া সোবহানীয়া উত্তরা ঢাকার শিক্ষা সচিব মুফতি মাওলানা মহিউদ্দিন মাসুম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হামিদ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল করিম, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আবুল বশর, মুফতি জাকারিয়া খান, মাওলানা বাহরুল আমিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুফতি এবাদুর রহমান, হোসাইন আহমদ চৌধুরী।

মাদানীয় ক্বোরআন শিক্ষা বোর্ডের ২০১৯ সনের ১০৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, মাদানীয়া কোরআন শিক্ষা বোর্ডের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে প্রশংসার দাবি রাখে। কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করলে লেখাপড়ায় আরও আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতা দেখা দিবে।

তিনি কৃতি শিক্ষার্থীদের ইসলামের খাদেম হিসেবে গড়ে উঠার আহবান জানান। পাশাপাশি মাদানীয় কোরআন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। 


সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন