আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে ডিজিটাল বাংলাদেশ দিবসে র‌্যালি ও সেমিনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ২২:৪৯:৩৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবস উপলক্ষ্যে সকালে র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে জড়ো হয়। সেমিনারের আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেবার পর নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারের গৃহিত প্রদক্ষেপের কারণেই আজ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে পারছেন। সিলেট বিভাগকে দেশের প্রথম ডিজিটাল বিভাগ ঘোষণা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্নালী পালের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার প্রকৌশলী শ্যামল চন্দ্র দাশের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, সাংবাদিক আশিক আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, দৌতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার, উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী হারুনুর রশিদ ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুল আলম শাওন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সহকারী প্রকৌশল কর্মকর্তা সঞ্জিত চন্দ্র সরকার, সিনিয়র ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভূইয়া, বিশ্বনাথ আদর্শ মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আফরিন মুন্নী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মাশুক নাঈম, সাংবাদিক কামাল মুন্না, সংবাদকর্মী আহমদ আলী হিরণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/পিবিএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন