আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কবি ও গবেষক আমিনুর রহমান সুলতানের বই ঘিরে আড্ডা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ২১:০৯:৩২

সিলেট :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি ও গবেষক ড. আমিনুর রহমান সুলতান চমৎকার এক কাজ করেছেন। লোকায়ত বাংলার ছড়িয়ে-ছিটিয়ে থাকা যেসব সাধক বঙ্গবন্ধুকে নিয়ে গান রচনা করেছেন, সেসব স্থান পেয়েছে তাঁর বইটিতে। তাঁর বইটি লোকসংস্কৃতিচর্চার এক অসাধারণ নিদর্শন হয়ে থাকবে।

শুক্রবার বেলা সাড়ে চারটায় নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার গ্রন্থবিপণি বাতিঘরে বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতানের লেখা ‘লোকগানে জনকের মুখ’ বই নিয়ে পাঠ-আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ ফোকলোর ফিল্ডওয়ার্ক ও রিসার্চ সেন্টার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম।

অনুষ্ঠানে আলোচকের বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশ, কবি, শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা তুষার কর এবং লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক কবি ড. মোস্তাক আহমাদ দীন। অনুষ্ঠান সঞ্চালন করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। স্বাগত বক্তব্য দেন বাতিঘরের হেড অব অপারেশন তারেক আবদুর রব। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উপস্থিতিদের মধ্যে বাউল আবদুর রহমান, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইঞা, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, কবি পুলিন রায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, নাট্যসংগঠক খোয়াজ রহিম সবুজ ও সুপ্রিয় দেব শান্ত, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, ব্যাংক কর্মকর্তা রেবতীমোহন সরকার ও পার্থ তালুকদার, গীতিকবি প্রবীর দেবনাথ, বাউল বশিরউদ্দিন সরকার, লেখক সঞ্জয় নাথ সঞ্জু, ধ্রব গৌতম, নিরঞ্জন চন্দ্র চন্দ ও অসীম সরকার, শিল্পী ইকবাল সাঁই ও সৌরভ সোহেল, কবি নজরুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিলেটভিঊ২৪ডটকম/১৩ ডসিম্বের ২০১৯/প্রেবি/জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন