আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাটে ফিরে এসেছিলো যে একাত্তরের মঞ্চ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৫ ২১:৫৮:৩২

এম. এ. মতিন, গোয়াইনঘাট থেকে :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নানা বিষয়ভিত্তিক দিনব্যাপী প্রতিযোগিতা।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশন ভূমি লুসি কান্ত হাজং দিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন ।

এসব বিষয়ের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ গোয়াইনঘাট শহীদ মিনারে উপস্থিত দর্শকদের কিছু সময়ের জন্য নিয়ে যায় রাজধানীর ঐতিহাসিক রেসকোর্স ময়দানের দিকে। কোমলমতি শিক্ষার্থীদের দেয়া বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পরিবেশন ছিলো অত্যন্ত মনোমুগ্ধকর।

এসব অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া,পল্লীজিবিকায়ন প্রকল্পের কর্মকর্তা সুশান্ত কুমার দাস,মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী শংকর পদ পাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক,সুবাস দাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল প্রমুখ।

রবিবার বিকালে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা প্রশাস ভলিবল দল ও গোয়াইনঘাট সুধী ভলিবল দলের মধ্যকার খেলায় উপজেলা প্রশাসন ভলিবল জয়লাভ করে। গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ ডিসেম্বর ২০১৯/এএম/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন