আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জ পালিত হচ্ছে মহান বিজয় দিবস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৬ ১৩:৩৬:৪৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান বিজয় দিবস।

দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। দিবসের শুরুতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প অর্পণ করেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

পরবর্তী একে একে পুস্প অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন সরকার দপ্তর, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন রয়েছে দিনব্যাপী।

মহান বিজয় দিবসের কর্মসূচির অন্যান্য অংশে রয়েছে- শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল এতিমখানায় উন্নত খাদ্য বিতরণের, মুক্তিযোদ্ধাদের সাথে মধ্যান্নভোজ, সন্ধ্যায় রয়েছে উপজেলা হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিলেটভিউ২৪ডটকম/১৬ ডিসেম্বর ২০১৯/এফইউ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন