আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে পুলিশের অভিযানে আটক ৩

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-২২ ২২:৩৫:১২

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলার মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জন আটক ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জৈন্তাপুর উপজেলার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর গ্রামের রাস্তার উপর হতে ২০ বোতল অফিসার চয়েস মদসহ ২ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হল গোয়াইনঘাট উপজেলার অজুহাত গুয়াখাই গ্রামের আজিজুর রহমানের ছেলে ফারুক আহমদ (৪২), জৈন্তাপুর উপজেলার নয়াখেল পূর্ব গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহাবুদ্দিন (২৩)।

অপরদিকে নাবালিকা মেয়েকে জোর পূর্বক অপহরণ করার ঘটনায় জৈন্তাপুর থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌণে ৩টায় অভিযান করে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত রফিক আহমদের ছেলে আলম হোসেন ওরফে মো. আলম উদ্দিনকে (২২) আটক করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে থানা পুলিশ নিয়মিত অভিযান করছে। তারই অংশ হিসাবে পৃথক পৃথক অভিযান করে ৩জন আসামী গ্রেফতার করা হয় এবং গ্রেফতাকৃত আসামীদের সুনির্দিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ ২২ ডিসেম্বর ২০১৯/ হানিফ/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন