আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১২ ২০:৫০:২৫

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ৬ তলা ভিত বিশিষ্ট এ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

এসময় তিনি বলেন, শিক্ষিত বেকার যুবকদের কর্মক্ষম করতে সরকার কারিগরি প্রশিক্ষণের প্রতি জোর দিয়েছে। বিদেশ গিয়ে ভাল রোজগার করতে চাইলে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। এই লক্ষকে সামনে রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেছেন। ফলে ২% থেকে বর্তমানে ১৭% শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করছে। তিনি ঝরে পড়া ও শিক্ষিত বেকার যুবাদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ নিজেকে স্বাবলম্বী হওয়ার আহবান জানান।

সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইনের সভাপতিত্বে ও মাফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবু হেলাল আনছারী, আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিছবাহ আহমদ চৌধুরী, রাজু আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, আব্দুল হাই খসরু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পংকী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, নাসির উদ্দিন, খালেদ আহমদ মেম্বার, হীরা মোঃ খলকু, বদরুল আলম, কয়েছ আহমদ মেম্বার, রিজু আহমদ, জুনেদ আহমদ, জুনেল আহমদ, আব্দুল হামিদ, ডেনেল, ফয়ছল, পাশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুনেদ আহমদ, যুবনেতা জিল্লু, জুনেল, ছাত্রনেতা রুবেল, সেকুল প্রমুখ।

সিলেটভিউ২৪.কম/১২ জানুয়ারি ২০২০/ডেস্ক/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন