আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় খামারী‌দের মা‌ঝে ডে‌মো বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-১৪ ২০:৪৫:৩৭

সিলেট :: দ‌ক্ষিণ সুরমা উপ‌জেলা প্রা‌ণিসম্পদ দপ্তর, সি‌লেটের উ‌দ্যো‌গে ‌এনএ‌টি‌পি প্রকল্পের আওতায় গা‌ভিপালন খামারী‌দের মা‌ঝে ডে‌মো (প্রর্দশনী) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপ‌জেলা প্রা‌ণিসম্পদ ক্যাম্পা‌সে ডে‌মো বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মিন্টু চৌধুরী । এসময় মিন্টু চৌধুরী ব‌লেন, ‌বেকারত্ব দূরীকরণ এবং নিরাপদ প্রা‌ণিজ প্রো‌টিন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে দ‌ক্ষিণ সুরমা উপজেলার প্র‌ত্যেকটি ইউ‌নিয়‌নের প্রা‌ন্তিক পর্যা‌য়ে প্রা‌ণিসম্প‌দের সেবা পৌঁ‌ছে দি‌তে হ‌বে।

উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ জোনা‌য়েদ কবীর ব‌লেন, এনএ‌টি‌পি  প্রক‌ল্পের আওতায় নিরাপদ প্রা‌ণিজ প্রো‌টিন উৎপাদ‌নের ল‌ক্ষ্যে ই‌তোম‌ধ্যে নির্বা‌চিত ৬০০ জন প্রা‌ন্তিক খামারী‌দের প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রক‌ল্পের সহায়তায় নির্বা‌চিত ১৬ জন খামারী‌কে গাভীর খাদ্য, কৃ‌মিনাশক, ভ্যা‌ক্সিন ও ভিটা‌মিন প্রি‌মিক্স প্রদান  করা হ‌য়।

সিলেটভিউ২৪ডটকম/১৪ জানুয়ারি ২০২০/এসজেড/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন