আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্রতিবন্ধীতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১০:২৯:০১

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: বালাগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলা অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্যোগে উপজেলা সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইউনিয়ন দফাদার আব্দুল মালিক সালাই।

বালাগঞ্জ উপজেলা অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান লয়লুছ’র পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বালাগঞ্জ উপজেলা অটিজম ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, কেন্দ্রের ইউনিয়ন সমন্বয়কারী শিউলি আক্তার বন্যা, সুজনা আক্তার, গ্রাম পুলিশ সোনাচান বিশ্বাস, সত্যেন্দ্র বিশ্বাস, নাবদ নমঃ, জুটন নাথ, স্বপ্না দাশ, কৃ া রানী দাশ, সুসন্তি নম বিশ্বাস, হরেন্দ্র দাশ, অকিল নব, রতিন্দ্র দাশ, মঈন উদ্দিন, মহেশ বিশ্বাস, রাম চরন, সুশিন্দ্র সরকার প্রমুখ। আলোচনা সভায় অটিজম, অটিষ্টিক, প্রতিবন্ধীতা, প্রতিবন্ধীদের প্রতি করণীয় এবং কেন্দ্রের লক্ষ্য, উদ্দেশ্য তুলা ধরা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/জেআরজে/মিআচৌ 

শেয়ার করুন

আপনার মতামত দিন