আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেট জেলা প্রেসক্লাবে মুজিববর্ষ উদযাপন কমিটির সভা

বিভিন্ন কর্মসূচি গ্রহণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১৬:৩৮:৪৬

সিলেট :: বছরব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন করবে সিলেট জেলা প্রেসক্লাব। এ উপলক্ষে আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ক্লাব কার্যালয়ে ‘সিলেট জেলা প্রেসক্লাব মুজিববর্ষ উদযাপন পর্ষদ’র এক সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন পর্ষদের আহ্বায়ক আল আজাদের সভাপতিত্বে ও সদস্যসচিব শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় সভায় মুজিব বর্ষের প্রথম তিন মাসের কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- সিলেট জেলার সকল উপজেলার সাংবাদিকদের নিয়ে ‘ক্রীড়া উৎসব’। জেলা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে- জাতির জনকের জন্মদিনে কেক কাটা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্বেচ্ছায় রক্তদান, শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা এবং স্থানীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। এছাড়া সভায় মুজিববর্ষের সকল সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় মুজিববর্ষ উদযাপন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য- সালাম মশরুর, তাপস দাশ পুরকায়স্থ, মঈন উদ্দিন, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্ম্মা, সাত্তার আজাদ ও ফয়সল আহমদ মুন্না।

এছাড়াও ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমরান আহমদ, সাঈদ চৌধুরী টিপু, কাইয়ুম উল্লাস, মিসবাহ উদ্দীন আহমদ, সুব্রত দাস, তুহিনুল হক তুহিন, ওলিউর রহমান, এনামুল কবীর, দিব্য জ্যোতি সী, নিজামুল হক লিটন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/সিজেপ্রে/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন