আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা-সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ১৯:৫২:০৫

সিলেটভিউ ডেস্ক :: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মার সভাপতিত্বে আলোচনা-সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, দেওয়ান নাজমুল ইসলাম, এম এ ওয়াদুদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক শুভ্রত চৌধুরী, পল­ব রায় প্রমুখ।

আলোচনা-সভায় বক্তারা বলেন, বর্তমানে মুনাফা কেন্দ্রিক বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা। পুঁজিবাদী শোষণমূলক রাষ্ট্র শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব, নীপিড়নের ক্ষেত্র তৈরি করে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে শাসকদলের সহযোগি ছাত্র সংগঠন। বক্তারা এসময় শিক্ষাঙ্গনে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে  ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন