আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেট ল’ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, অধিকার আদায়ে গণস্বাক্ষর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২১ ২০:৫১:৩৫

সিলেটভিউ ডেস্ক :: সিলেট ল’ কলেজে লাগামহীন ভর্তি বানিজ্য ও অতিরিক্ত ভর্তি আবেদন ফরম এবং অন্যান্য ফরম ফিলাপ ফিসমূহ কমানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সিলেট ল’ কলেজের শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন কলেজ অধ্যক্ষ একনায়কতন্ত্রের মাধ্যমে মনগড়া টাকার অংক বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে  কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। যার জবাবদিহিতা কারো কাছে নেই। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচিতে স্বাক্ষরকারী শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, আবেদন ফরম ফি ও ভর্তি ফিসসমূহ ছাড়াও অন্যান্য ফরমফিলাপের ফিস অতিরিক্ত টাকা আদায় করা হয়। যা আমাদের পক্ষে দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। শিক্ষাজীবনের এ পর্যায়ে এসে এসব বাড়তি অর্থ যোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে।

আরেক শিক্ষার্থী নিপা চৌধুরী বলেন, অনেক শিক্ষার্থীর ইচ্ছে থাকা সত্ত্বেও অতিরিক্ত ফিসমূহের কারণে এই কলেজে ভর্তি হতে পারেনা। তাই অতিরিক্ত ভর্তি ফিস কমানো এখন আমাদের সময়ের দাবি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী শামীম আলী, সৌরভ দাস, আলতাফ হোসেন মুরাদ, মাসুম আহমদ মাহি, শাহিন আলী, মাহবুব আহমদ, সিরাজুল হোসেন, রুবায়েল আহমেদ শাকিল, দিলোয়ার হোসেন রাহি, জন কান্তি দাস, ইমরান আহমদ, রহিম উদ্দিন রাজু, সিহাব খান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২১ জানুয়ারি ২০২০/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন