আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন যারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ১৩:০৫:০২

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে উদযাপন করা হচ্ছে রজতজয়ন্তী উৎসব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন পর্ষদদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব উদযাপন পর্ষদের পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন। গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক পর্ষদের সভাপতি ও উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেব পর্ষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক মোঃ শামীম আহমদ, মোঃ সাইদুর রহমান, ও পৃথ্বিশকান্তি ঘোষ।

উদযাপন পর্ষদের সদস্যের দায়িত্বে রয়েছেন,সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মনির উদ্দিন আহমদ, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন,লুৎফুর রহমান লেবু, উপজেলা বিএনপির সভাপতি মো ওসমান গনী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল হক, মোঃ গোলাম রব্বানী ফারুক, লুৎফুল হক, মুহিবুর রেজা বাবুল,মাষ্টার আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ইউসুফ কামাল, হাজী মদরিছ আলী, অঞ্জন কুমার তালুকদার, মোঃ ফারুক আহমদ, কমল কান্তি রায়,আরশ আলী (কালা মিয়া),মোঃ আব্দুস শহীদ, মোঃ আতাউর রহমান, মোঃ কলিম উল্লাহ, মোঃ ময়নুল হক,মোঃ শামীম আহমদ, মোঃ নুরুল আমিন, মোঃ মনিরুল করিম মনির,মোঃ জিবলু রহমান, মোঃ গোলাম কিবরিয়া ছাত্তার, মোঃ মুজিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম, সূফী সোহেল আহমদ, মোঃ দেলোয়ার হোসেন মাসুক,আব্দুল মালিক, শিবেন চন্দ্র দাস,মোঃ আসলম,গোলাম কিবরিয়া রাসেল, মোঃ তাজুল ইসলাম, সুবাস দাস, মোঃ আক্তারুজ্জামান, মোঃ গোলাম কুদ্দুস কামরুল, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মোঃ মারুফুল হাসান মারুফ,চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, আব্দুস সালাম, মাহবুব আহমদ, এস কামরুল হাসান আমিরুল, আবুল খায়ের, আমিনুর রহমান চৌধুরী, খালেদ আহমদ, মো বশির উদ্দিন, মোঃ সলিম উল্লাহ( প্রধান শিক্ষক), গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ, সিলেট জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা, অধ্যক্ষ মোঃ এনামুল হক সর্দার, মতিলাল দেব,বাবু নিত্যান্দ নিতাই,শ্রীমতি প্রতিভা রাণী চৌধুরী, হাজী আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মোঃ বদরুজ্জামান, ডাক্তার মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার,মোঃ লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ দিলওয়ার হোসেন বাবর,শমশীর চৌধুরী, ইনসাদ হোসেন রাজীব, আসাদুজ্জামান আসাদ,মোঃ মামুন রশিদ, মোঃ আজাদুর রহমান আজাদ ও মোঃ সাদেক আহমদ।

গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী উদযাপন পর্ষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
 
সিলেটভিউ২৪ডটকম/২৩ জানুয়ারি ২০২০/মতিন/মিআচৌ


শেয়ার করুন

আপনার মতামত দিন