আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

নগরীতে সকাল-রাত ১২টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ২০:২১:০৬

সিলেট :: সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরমা ম্যানশনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরীর আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় টিলাগড়ে এমসি কলেজের দু’জন ছাত্র, সুবিদবাজারে গৃহবধু ও চৌহাট্টায় মদন মোহন কলেজের ছাত্র নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপুরণ প্রদান এবং অনাকাংখিত দুর্ঘটনা রোধকল্পে সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত সিলেট নগরীতে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানানো হয়।

সিলেট বিভাগের সর্বত্র গুম, খুন, ছিনতাই, রাহাজানি বৃদ্ধি পাওয়ায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

বার বার ঘোষণা সত্বেও অদ্যাবধি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু করার দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের আজীবন সদস্য শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রিয়াজ উদ্দিন আহমদ, আবেদ আক্তার চৌধুরী, শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, এম এ জলিল, শওকত আলী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ জানুয়ারি ২০২০/ প্রেবি /জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন