আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন মঙ্গলবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৩ ২০:২৬:৪৩

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচন আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে । এবারের নির্বাচনে ১১টি পদে দুটি প্যানেল থেকে বিভিন্ন পদে মোট ২২ জন  প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আইপিই বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবুু সিনা হাসান মোসান্ন জামী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভোট গ্রহণ করা হবে। এর আগে ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অগ্রীম ভোট গ্রহণ করবেন নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে হিসাব রক্ষক আ ন ম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম (উজ্জল), সহ-সভাপতি পদে ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার মো. সালেহ আহমদ,  সহ- সাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী,  কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হক।

কার্যনির্বাহী সদস্য পদে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মমিনুল হক, প্রোগ্রামার মো, সৈয়দ আহমদ, মেডিক্যাল অফিসার ডাঃ মো. হাবিবুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান ফাতেমা নির্বাচন করছেন।

অন্যদিকে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে  সভাপতি পদে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোর্শেদ আহমদ,  সাধারণ সম্পাদক পদে সহকারি পরিচালক (অর্থ ও হিসাব) আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার,  সহ-সভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, সহ- সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা (সমাজকর্ম  বিভাগ) মো. ফারুক আহমদ, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মো. নাজমুল হক।

কার্যনির্বাহী সদস্য পদে তত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, উপ রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব আলম ফেরদৌসী, উপ রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলেছুর রহমান, সহকারী রেজিস্ট্রার (সিইই বিভাগ) মো. শাহ আলম নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। 

সিলেটভিউ২৪ডটকম/ ২৩ জানুয়ারি ২০২০/মাসুদ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন