আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জের বাঘা খালপাড়ে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ২০:৫৩:৫০

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের খালপাড় মহাজনবাড়ীর উদ্যোগে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কালপাড় মহাজনবাড়ীতে মুরব্বি রহমত উল্লাহর সভাপতিত্বে ও শাহেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. আবুল হোসাইনে। বিশেষ অতিথির বক্তব্য দেন লন্ডন প্রবাসী আব্দুল কাদির বাবুল, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির সেলিম, হাতিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম, এফআইবিডিভি’র শাখা ব্যবস্থাপক রকিব আহমদ, মুরব্বি ফুরু মিয়া। উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ হোসেন, হাসান আহমদ, ফাহিম উদ্দিন, জাবেদ আহমদ, রাহিম উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী সাবুল আহমদ প্রমুখ। উঠান বৈঠকে খালপাড় এলাকার প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের অভিভাবক মহিলারা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে অবহেলিত এলাকায় শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া বন্ধু, শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয়দের উৎসাহিতকরণ বক্তব্য প্রদান করেন। এছাড়া উপস্থিত অতিথিরা হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখায় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২০/এনাম/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন