আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুরে চ্যাম্পিয়ন ‘চলো খেলি একাদশ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৭ ২১:০৬:৪৭


তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে চলো খেলি ক্রিকেট একাদশ কামড়াবন্দ।

সোমবার দুপুরে বাদাঘাট হাই স্কুল খেলার মাঠে ক্রিকেট ফাইনাল ম্যাচটি শুরু হয়। প্রায় মাসব্যাপী চলা টুর্নামেন্টর ফাইনাল ম্যাচে লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্রিকেট টিমকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চলো খেলি ক্রিকেট একাদশ কামড়াবন্দ টিম।

প্রথমে ব্যাট করতে নেমে লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্রিকেট টিম ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। পরে জবাবে ব্যাট করতে নেমে চলো খেলি ক্রিকেট একাদশ ৩ বল হাতে রেখেই জয়ী হয়।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী মনোনীত হন চলো খেলি ক্রিকেট একাদশের অলরাউন্ডার শিহাব আহমেদ, উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন কামড়বন্দ এক্সপ্রেসের অলরাউন্ডার রিফাত এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চলো খেলি ক্রিকেট একাদশের অলরাউন্ডার জমশেদ হোসেন।

বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য কামাল হোসেন, আফজালুল হক শিপলু, সাংবাদিক আবির হাসান-মানিক, জাকির হোসেন প্রমূখ।

প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে প্রাইজমানি ও ট্রফি'র স্পন্সর হিসেবে ছিল, মিজান এন্টারপ্রাইজ, ভাই ভাই ট্রেডার্স, রাসেল টেলিকম, কলি এন্ড কায়েস টেলিকম, আইটি এক্সপ্রেস এন্ড ডিজিটাল শপ, আদি টেলিকম, নাঈম স্পোর্টস কর্ণার।

সিলেটভিউ২৪ডটকম/২৭ জানুয়ারি ২০২০/রাজ্জাক/ জুনেদ 


শেয়ার করুন

আপনার মতামত দিন