আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ১৯:৫৩:৪৩

সিলেটভিউ ডেস্ক ::  সিলেট ইঞ্জিনায়রিং কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাস প্রাঙ্গনে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে কলেজের গণিত বিভাগের প্রভাষক নাজনীন আরা'র সঞ্চালনায় এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ'র সভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের ডিন ড. মো. রুহুল আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধান এবং সিলেট সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড  কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

প্রধান অথিতির বক্তব্যে ড. মো. রুহুল আমীন বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অল্প সময়ে ভালো খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। নবাগত শিক্ষার্থীরা এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা রাখি।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর চারটি মেধা তালিকা প্রকাশের মাধ্যমে তিনটি বিভাগে কোটাসহ ১৮৬ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৮ জানুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন