আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের সাথে বৈষম্যের কারণ নেই: বিমানের এমডি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২০:০৬:৩১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-লন্ডন-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট এবং উক্ত ফ্লাইটে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে’ গোলটেবিল বৈঠক হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। বৈঠকে সম্মানিত অতিথির বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মোকাব্বির হোসেন বলেন, ‘বিমানের টিকেট কিংবা ভাড়া নিয়ে সিলেটের সাথে বৈষম্যের কোনো কারণ নেই।’

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতাগণ, আমদানিকারক ও রফতানিকারকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে নানা অভিযোগ ওঠে আসে। বিশেষ করে সিলেট থেকে বিভিন্ন রুটে যাতায়াতে বিমান ভাড়া বেশি হওয়া, বিমানের ফ্লাইটকালীন সিট খালি থাকা স্বত্ত্বেও আগে টিকেট না পাওয়া, সিলেটে বিমানের ফ্লাইট বেশি না থাকা প্রভৃতি বিষয়ে খেদ ঝাড়েন বক্তারা।

বক্তাদের অভিযোগের নোট নেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মোকাব্বির হোসেন। পরে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিমানের সিট লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমরা যাত্রীসেবার মানোন্নয়নের চেষ্টা করছি। পরিবর্তন আনার চেষ্টা করছি, কিছুটা সময় লাগবে।’

তিনি বলেন, ‘সিলেটের সাথে বৈষম্যের কোনো যৌক্তিক কারণ নেই। সিলেটের সাথে কোনো অন্যায় করা হবে না। ভাড়ার বিষয়টি আমরা খতিয়ে দেখবো।’

মোকাব্বির হোসেন বলেন, ‘প্রবাসীরা লন্ডন থেকে কিংবা মিডল ইস্ট থেকে সরাসরি সিলেটে আসতে পারেন। কিন্তু সিলেট থেকে সরাসরি যেতে পারেন না। ওসমানী বিমানবন্দরের রানওয়ের সমস্যা ছিল, এখন কাজ চলছে। এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে। লন্ডন, ম্যানচেস্টারসহ অন্যান্য রুটে সরাসরি ফ্লাইট চালু হবে।’

বিমানের এমডি বিমানবন্দরের নিরাপত্তায় সবাইকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, ‘অন্যথায় আপনারাই ক্ষতিগ্রস্থ হবেন।’

সিলেট থেকে বিভিন্ন দেশে যাওয়া যাত্রীদের যখন বিমানে ঢাকায় নেওয়া হয়, তখন তাদেরকে হয়রানি পড়ার অভিযোগ দীর্ঘদিনের। হয়রানির বিষয়টি স্বীকার করে মোকাব্বির হোসেন বলেন, ‘সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে, হয়রানি আর থাকবে না।’

সিলেট থেকে আন্তর্জাতিক রুটে সরাসরি যেসব ফ্লাইট চালু হবে, সেসব ফ্লাইটে প্রায় ১৫ টন কার্গো পরিবহনের সুযোগ থাকবে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘এজন্য রফতানিকারকদের প্রস্তুত হতে হবে। যথাযথ নিয়ম ও প্রক্রিয়া মেনে পণ্য রফতানির সুযোগ নিতে হবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন