আজ শনিবার, ১১ মে ২০২৪ ইং

জামিয়া ইসলামিয়া দারুল কুরআন’র ইসলামী মহা সম্মেলন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২১:০৫:৫৫

সিলেটভিউ ডেস্ক :: জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেটের দস্তারবন্দী ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট নগরী জামিয়া ময়দানে এই দস্তারবন্দী ও ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০১৯ সালে উত্তীর্ণ ক্বারীদের মধ্যে পাগড়ি বিতরণ করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মো. জাহাঙ্গীর আলম এবং মাও: বিলাল আহমদের সঞ্চালনায় দস্তারবন্দী ও ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন আওলাদে রাসূল (সা.) মাওলানা সাইয়্যিদ আসজাদ মদনী ভারত।

অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন মাওলানা নাজিম উদ্দিন সুনামগঞ্জী, মাও: মুজাহিদুল ইসলাম, মাও: ক্বারী মুক্তার আহমদ, মাও: বদরুল আলম চন্দীপুরী, মাও: আবুল কালাম আজাদ, মাও: মুতিউর রহমান, মাও: আবুল বাশার, রেংগা মাদ্রাসার মুহতামিম মাও: এমদাদুল মুস্তাকি, মহিউল ইসলাম বুরহান কৌড়িয়া, মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহসিন আহমদ, মুফতি শাহাব উদ্দিন ঢাকা, ক্বারী রশিদ আহমদ, বোর্ডের পক্ষ থেকে মাও: রইছ উদ্দিন, মাও: জাহিদুর রহমান।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল আলম, আব্দুর রব, মঈন উদ্দিন, বাবর বখত প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন