আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২১:৪৩:১৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত ৩য় রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে লামাকাজী পয়েন্টস্থ গ্রামীণ ব্যাংক সংলগ্ন দক্ষিণের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। উদ্বোধনী খেলায় বিশ্বনাথের লামাকাজী ফুটবল একাডেমী ১-০ গোলের ব্যবধানে সিলেটের আরমান ফুটবল একাডেমীকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আকমল হোসেন।

লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবক্তা ক্রীড়ানুরাগী আশরাফুর রহমান চৌধুরী, সাবেক কৃতি ফুটবলার প্রবাসী দৌলত খান বাবুল, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্স খোকন, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ মেম্বার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক ইরন মিয়া, লামাকাজী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সেফুল ইসলাম, কার্যকরী সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন সমীর, সাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, যুবলীগ নেতা সায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিাজল আহমদ, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এনামুর রহমান জাহেদ, ছাত্রলীগ নেতা মতিউর রহমান নোমান, ছাব্বির বখত মুন্না, আবুল কাশেম নোমান, মাহমুদ নূর, হাসান-আল মামুন, মিজানুর রহমান, টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কছির আলী, অর্থ সম্পাদক বদরুল ইসলাম দিদার, দপ্তর সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন