আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট শাখার মাতৃভাষা দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ২১:১৭:৫০

সিলেট :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে নগরীর চৌহাট্টস্থ ভোলানন্দ স্কুলের সামনে জমায়েত হয়ে প্রভাত ফেরী শেষে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যাপক শংকর চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন, গোপাল রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুর কাদির চৌধুরী, প্রচার সম্পাদক রোটারিয়ান অরুপ রায়, সদস্য কাশেম আহমদ, মুজিব খান, লিমা সুলতানা, লিটন সরকার, নাছরিন উর্মি, ছাত্র ফাউন্ডেশনের মাহদি জয় প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, যারা মাতৃভাষার জন্য নিঃস্বার্থে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাষ্ট্র ভাষা বাংলার আধিকার আদায় করেছেন সেই সব শহীদদের কাছে আমরা চিরঋণী। তাদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। তিনি বলেন, অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাদের কারণে পেয়েছি তারা অমর হয়ে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন