আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে ৩ দশক পূর্তিতে লগো উন্মোচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ২১:২৪:২১

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলার ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের ৩ দশক পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী উদযাপনের লক্ষ্যে স্কুল মাঠে লগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় স্কুল এন্ড কলেজের মাঠে প্রাক্তন ছাত্র পূর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিলদার আহমদের পরিচালনায় লগো উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সাবেক জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- আব্দুন নুর মেম্বার, সেলিম চৌধুরী, ডাক্তার নুর ইসলাম, আব্দুস সত্তার, আবু সুফিয়ান বেলাল, মুজিবুর রহমান, আলী আকবর, জাহিদ মিয়া, আব্দুল আউয়াল, শাহ আলম, আসমা বেগম, আমির আলী, আব্দুল জলিল, রফিক মিয়া।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন- জাকারিয়া ইন্তিয়াজ নবী, সাইফুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক রাজা, শাহীনুর রহমান, শ্রী নির্মল দেবনাথ, নজরুল ইসলাম, হেলাল, সেলিম পারভেজ, মোঃ আব্দুল করিম, মোঃ সালাম, মোঃ আক্তার হোসাইন, আল-আমিন, স্বপন, সোহেল, জসিম, আনোয়ার হোসেন, আব্দুল করিম রাশেল, প্রিতম দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোনআন পাঠ করেন মোক্তার আহমদ, গীতা পাঠ করেন লিটন সিং প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ হতে ৩ দশক পূর্তী উপলক্ষে অনুষ্ঠান উদ্যাপন করতে যাচ্ছে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি সভা এবং লগো উন্মোচন করায় আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া অনুষ্ঠান সফল করতে আমাদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

আমরা আমাদের প্রাণের বিদ্যাপিটের এ রকম অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগকে স্বাগত জানাই।


সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/এমএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন