আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে পতাকার উপর দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানালেন শিক্ষকরা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ১৪:১৮:৫৫

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ  প্রতিনিধি  :: গতকাল ২১শে ফেব্রুয়ারি ছিলো জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারাদেশের ন্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জেও পালন করা হয়েছে দিবসটি।


এদিকে, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনা সমালোচনার ঝড় তুলে। ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা একটি অস্থায়ী শহীদ মিরানে শ্রদ্ধা নিবেদন করছেন।  কিন্তু তাদের পায়ের নিচে আলপনা করা বাংলাদেশের জাতীয় পতাকা! এমন ছবি ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাহিদুর রহমান বলেন, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

উত্তর কুশিয়ারা ইউনিয়নে চেয়ারম্যান আহমেদ জিলু এ বিষয়ে বলেন, শিক্ষার আলোর জন্য আমাদের বাচ্চাদের স্কুলে দেই, সেই স্কুল শিক্ষকরা এরকম কাজ করলে সাধারণ মানুষ যাবে কোথায়? এ ব্যাপারে আলোচনা করে দেখি কি করা যায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ আলীর সাথে আলাপ করলে তিনি বলেন, এটা শিক্ষার্থীরা তৈরি করেছে।   আমরা পতাকাটা খেয়াল করিনি।


সিলেটভিউ২৪ডটনেট/২২ ফেব্রুয়ারি, ২০২০/এম.এফ.ইউ/ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন