আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের বস্ত্র ও খাদ্য সামাগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১৮:৫১:৪৩

সিলেটভিউ ডেস্ক :: মানব কল্যাণে নিবেদিত যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে শীতবস্ত্র, শাড়ী-লুঙ্গি ও খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের তেতলী উত্তরপাড়ায় উক্ত বিতরণী  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এম.পি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী।

আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি  শাহ আনোয়ার হোসেন চিশতী’র সভাপতিত্বে এবং আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জোমান তারেক, লিটন আহমদ ও কয়েছ আহমদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সহ সম্পাদিকা মনিরা আক্তার চৌধুরী জনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কেন্দ্রীয় অর্থ সম্পাদক নুরজাহান ফেরদৌসী হোসেন চিশতী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি কমিটির সভাপতি আলী নেওয়াজ আজিজ চিশতী। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তেতলী ইউনিয়নের ৫ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র, শাড়ী-লুঙ্গি ও খাদ্য সামাগ্রী বিতরণ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি অস্বচ্ছল লোকদের স্বাবলম্বি করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে। সরকারের এই সুযোগ-সুবিধা চাওয়ায় দেশের গরীব, হত দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন। প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়ন অবদান রাখছেন। তাদের অনুদানে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। তিনি আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মানব সেবার প্রশংসা করে সেবামূলক কাজ অব্যাহত রাখার আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন