আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে বৈদেশিক কর্মসংস্থান‘র লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১৯:০৯:৪৮

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলায় বৈদেশিক কর্মসংস্থান‘র জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি নিরাপদ সুশৃঙ্খলা ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নাহিদা পারভীন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ফারুক হোসাইন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, জৈন্তাপুর প্রেসক্লাব‘র সভাপতি শাহেদ আহমদ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে আজাদ ভূইয়্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, নিজপাট ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, চিকনাগুল ইউ/পি চেয়ারম্যান আমিনুর রশিদ, ফতেহপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল কাহির (ভারপ্রাপ্ত), জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনি রঞ্জন দে, জৈন্তাপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব‘র নেতৃবৃন্ধসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, জন প্রতিনিধিগণ।  

সেমিনারে বক্তারা বলেন, সৌদি আরবসহ মধ্যে প্রাচ্যের বিভিন্ন দেশে ক্লিনার ছাড়া অদক্ষ্য কর্র্মীর তেমন কর্মসংস্থান নেই। দক্ষ শ্রমিক‘র বিদেশী শ্রম বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশ যেতে ইচ্ছুক এমন নাগরিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলার জন্য বর্তমান সরকার টিসিসি বা উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ দিয়ে বিদেশ যাওয়ার জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছে। প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে দেশে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। বিদেশের শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা নিলে বিদেশ আথবা দেশেই নিজের কর্মসংস্থান তৈরী করে নিতে পারে যে কোন নাগরিক।


সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/এমএইচ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন