আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ভালোবাসায় সিক্ত খন্দকার বাজার হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ২২:৫১:৪১

সিলেট :: শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন ওসমানীনগরের ঐতিহ্যবাহী খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, যুক্তরাষ্ট্র প্রবাসী শেরুজ্জামান খান। সোমবার বিদ্যালয়ের হলরুমে তাকে আবেগঘন সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুশ শহীদ বাবলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল আব্দুল মুনিম হীরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ খান, দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল ওয়াদুদ মানিক মাস্টার, আলাউদ্দিন আহমদ, হাজী শাইস্তা মিয়া ও নবম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার।

বিদ্যালয়ের কর্মকর্তা ছুরাব আলীর পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. আব্দুল হান্নান, বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল হালিম হোসাইনি ও ফয়সল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য শামসুর রহমান, শাইস্তা মিয়া, মো. তরিকুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম, মোস্তফা আলী, শিহাব মো. তোফায়েল। সংবর্ধিত অতিথির উদ্দেশে মানপত্র পাঠ করে দশম শ্রেনীর ছাত্রী মিম।

সংবর্ধিত অতিথির বক্তব্য প্রদানকালে শেরুজ্জামান খান বিদ্যালয় প্রতিষ্ঠার ঘাম ঝরানো দিনের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ ফেব্রুয়ারি ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন