আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেল জৈন্তার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৯ ০০:৩০:২০

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজেলায় ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাশরুমের অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে ইন্টারমিডিয়েট পর্যায়ে ঐতিহ্যবাহী চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়।

পারফর্মেন্স মূল্যায়ণ কমিটি কর্তৃক অনেক যাচাই বাছাই করে এ ফলাফল প্রকাশ করা হয়।

২৭ ফেব্রুয়ারী ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (ইন্টারমিডিয়েট) লাভ করে সিলেটের মধ্যে চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় উক্ত কোর্সে কো-অরডিনেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিনুর রশিদ।

প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশেষ করে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই বৃটিশ কাউন্সিল সিলেটের দায়িত্বপ্রাপ্ত শাহনেওয়াজ ও বৃটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল কতৃপক্ষকে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এ অর্জন আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীদের।

সিলেটভিউ২৪ডটকম/২৯ ফেব্রুয়ারি ২০২০/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন