আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

লকডাউনের পথে জকিগঞ্জ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ২১:১২:৫৯

আল হাছিব তাপাদার, জকিগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলাফেরায় নিষেধাজ্ঞা ও অপ্রয়োজনীয় দোকানপাঠ বন্ধের নির্দেশনার পর অঘোষিত লকডাউন হতে চলেছে সিলেটের জকিগঞ্জ উপজেলা।

বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রয়োজনীয় দোকানপাঠ বন্ধের নির্দেশনা দেয়ার কারণে ও যানবাহন চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকে পুরো উপজেলায় চলছে অঘোষিত লকডাউন। উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, শুধু ফার্মেসি ছাড়া অন্য কোন দোকানপাঠ খোলা ছিলো না। রাস্তাঘাটে দেখা মেলেনি লোকজনের। ছোট দুয়েকটি যানবাহন চলাচল করলেও যাত্রী নেই। সাধারণ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে জনসমাগম থেকে বিরত থাকছেন।

এদিকে, অঘোষিত লকডাউনের কারণে দিনমজুর লোকজন রয়েছে মহাদুশ্চিন্তায়। কাজ না থাকায় অসহায় হয়ে পড়েছেন। অনেক শ্রমিক জানিয়েছেন তাদের পরিবারের লোকজন কষ্টের মধ্যে রয়েছেন। সরকারের পক্ষ থেকে কিংবা স্থানীয়ভাবে সহযোগিতার হাত বাড়াতে তারা আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/আহাতা/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন