আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৭:৩০:১৪

সিলেট :: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যক্রম ও দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম নিয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) বনমালী ভৌমিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম কিভাবে চালিয়ে নেয়া যায় সে ব্যপারে যথাযথ দিকনিদর্শনা প্রদান করেন।

এসময় লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম পিএসসি, হোমল‍্যান্ড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন