আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

আমেরিকায় ২৪ ঘণ্টায় চার সিলেটীর প্রাণ কেড়ে নিলো করোনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১৬:৩৬:৪৬

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে  গত ২৪ ঘণ্টায় চার সিলেটীর প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই সিলেটীর মৃত্যু হয়েছে । প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে আজিজুর রহমান (৭৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন । তার দেশের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর গ্রামে । অপরদিকে নিউইয়র্কের  প্রবাসী গোলাপগঞ্জ উপজেলার রনকেলী দক্ষিণভাগ নিবাসী মোদাব্বীর চৌধুরী (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ।

মিশিগান অঙ্গরাজ্যের ড্রেটয়েট সিটি ও নিউজার্সির প্যাটারসনে দুই বাংলাদেশি নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাদের দুজনের দেশের বাড়ি বৃহত্তর সিলেটে বলে জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার জন। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৪৮৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৫৯ হাজার ৬৪৮। এতে মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০ /ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন