আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান'র খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৯:০৭:২৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার  মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হিরন মিয়া ও সদ্যসদের উদ্যোগে ১০০০জন দরিদ্র-দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে ৪ ও ৫ নং ওয়ার্ডের ২০০জন ড্রাইভার, শ্রমিক ও দিনমুজরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাকী ৭ টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। 

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২কেজি আলু ১ কেজি, পিয়াজ, ১ কেজি তেল , ১ কেজি ডাল, সাবান ১ টি।
খাদ্য সামগ্রী বিতরণকালে হিরন মিয়া বলেন, দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখে হাসি। তাই সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সদ্যস মোক্তার আলী, শফিক আহমদ, সায়েম আহমেদ,ফজলু মিয়া, তাজ্জিজুল ইসলাম, ফজুল আহমেদ, মইন উদ্দিন , চম্পা বেগম, আছমা বেগম, জফুরা বেগম, এছাড়া সেচ্চাসেবি হিসেবে উপস্থিত ছিলেন আপ্তাব উদ্দিন, বদরুল আলম , কামাল আহমেদ,  সেবুল আহমদ, জইন উদ্দিন, জাকির হোসেন,হোসেন আহমদ, মুহিবুর রহমান,নূর আহমেদ, ওয়াহিদ রুকন, এখলাছুর রহমান, খায়রুল হাসান, সামছ উদ্দিন,  জুনেদ আহমদ, লিটন আহমদ, কামরান উদ্দিন অপু, শামিম আহমেদ,সায়মুল, আমিরুল হক, খাইরুল, ইমদাদ, রাজন, সুজেদ, মাসুদ, আবুল, তাওহিদ, গ্রাম পুলিশের মধ্য উপস্থিত ছিলেন নিপু,আব্দুল আওয়াল, ওয়ারিছ,রজব আলী,সমছুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০২০/আইএ/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন