আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা পরিস্থিতিতে শ্রমজীবি মানুষের পাশে সিলেট সিটি করর্পোরেশন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১৫:৩৬:০৯

নিজস্ব :: করোনার সংক্রমন প্রতিরোধে বাধ্যতামূলক দীর্ঘ ছুটির কারণে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের কর্মহীন হয়ে পড়ায় সিলেট সিটি করর্পোরেশন এলাকায় মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

করোনা পরিস্থিতিতে সিলেট সিটি করর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত ৬৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে আরো ৪ হাজার  পরিবার পাবে এই খাদ্য সহায়তা।

এই পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করর্পোরেশনে গঠন করা হয় ‘খাদ্য ফান্ড’।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে গত ২লা এপ্রিল রাতে সিটি করর্পোরেশনের দূর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্বাবধানে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এই ফান্ডে প্রতিদিন বাড়ছে অনুদানের পরিমানও।

‘খাদ্য ফান্ড’ যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এই খাদ্য ফান্ডের আওতায় সিলেট সিটি করর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে ৬৯ হাজার ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারে  ৫ কেজি চাল, ১ কেজি ডাল, পিয়াজ ১ কেজি, আলু ২ কেজি, ১ লিটার তেল ও আধা কেজি লবন দেয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/০৩ এপ্রিল ২০২০/এসএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন