আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

শবে বরাতে ঘরে ইবাদত করার পরামর্শ দিলেন মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১৫:৪২:৫০

নিজস্ব প্রতিবেদক :: ভয়াবহ করোনাভাইরাস যাতে না ছড়াতে পারে তাই সিলেটে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আগমী বুধবার দিবাগত রাতে 'শবে বরাতে' ঘরে বসে ইবাদত বন্দেগী ও জিয়ারত করার আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় জমায়েত বা লোক সমাগম করে মিলাদ মাহফিল না করার আহবান জানান মেয়র। 

মেয়র বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে স্রষ্টাকে স্মরণ করাই উত্তম। মেয়র নগরবাসীকে ঘর থেকে বসেই মরহুম নিকত্মায়দের জন্য দোয়া করার কথা বলেন।


সিলেটভিউ২৪ডটকম/ ০৪ এপ্রিল ২০২০/ ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন