আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১০:৪১:১৭

নিজস্ব প্রতিবেদক :: নগরের হাউজিং এস্টেটের এক বাসিন্দা গতকাল (রবিবার) সন্ধ্যায় সিলেটে প্রথবারের মতো করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। তাই আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ওই এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত যে রোগী পাওয়া গেছে, তিনি ওই এলাকায় বসবাস করেন। ফলে তার মাধ্যমে অন্যদের মাঝে করোনাভাইরাস ছড়িয়েছে কিনা, এমন শঙ্কা আছে। এ বিষয়টি মাথায় রেখেই হাউজিং এস্টেটকে লকডাউন করেছে জেলা প্রশাসন।  
লকডাউন প্রসঙ্গে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, কেবল ওই চিকিৎসকের বাড়ি নয়, আমরা হাউজিং এস্টেটের মূল ফটক বন্ধ করে দিয়েছি। আপাতত এই এলাকায় কাউকে প্রবেশ করতে এবং এই এলাকা থেকে কাউকে বাইরে বেরুতে দিচ্ছি না।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটভিউ২৪-কে বলেন, আজ সকাল থেকেই পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হচ্ছে।  উনাকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।  
এর আগে, হাউজিং এস্টেটের ওই বাসিন্দা রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তিনি পেশায় একজন চিকিৎসক।
সিলেটভিউ২৪ডটকম / ৬ এপ্রিল, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন