আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে হোম কোয়ারেন্টিনে আরো ২৬ জন, মুক্তি পেলেন ৭০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১১:৪৫:৪৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে আরো ২৬ জনকে। আর এই ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন থেকে সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭০ জনকে। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন। এই সময়ে সিলেট জেলায় নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি।

আর কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ১৭ জন ও মৌলভীবাজারের ৬ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/৭ এপ্রিল ২০২০/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন