আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা: সিলেটভিউয়ের তহবিলে প্রায় দেড় লাখ টাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-১৮ ২০:০২:০০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাসের কারণে সংকটে পড়া মানুষদের সাহায্যার্থে তহবিল গঠন করেছে সিলেটভিউ২৪ডটকম। এ তহবিলে জমা পড়েছে প্রায় দেড় লাখ টাকা।

সিলেটভিউ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল জানিয়েছেন, আজ শনিবার পর্যন্ত তহবিলে জমা পড়েছে এক লাখ ৪৩ হাজার ২৫০ টাকা।

সিলেটভিউয়ের তহবিলে ২ হাজার টাকা অনুদান দিয়েছেন নগরীর পাঠানটুলার আজিজ খান সজিব, নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দিয়েছেন ১ হাজার টাকা।

আরোও অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওমান প্রবাসী সাংবাদিক ৫ হাজার টাকা, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ৫ হাজার টাকা, কানাইঘাটের লোভাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ সুলাইমান ২ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৫ হাজার ৫৫০ টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক সেনপাড়ার এক বাসিন্দা ১ হাজার টাকা।

এর আগে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে মৌসুমী চৌধুরী আড়াই হাজার টাকা, কৃষি উদ্যোক্তা মোতাহের সোহেল ১ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ২০০ টাকা, উপশহরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ২ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি ১০ হাজার টাকা, নগরীর উপশহরের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার ৫০ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক যুক্তরাজ্য প্রবাসী ১৫ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা দেড় হাজার টাকা, যুক্তরাষ্ট্রে বসবাসকারী গোলাম সাদাত জুয়েল ৫ হাজার টাকা, মেহেদী কাবুল ১ হাজার টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক উপশহরের এক ব্যবসায়ী ২০ হাজার টাকা, উপশহরের ফরিজ উদ্দিন ১ হাজার টাকা, শিক্ষা উদ্যোক্তা সুলতান আহমদ ১ হাজার টাকা, শিল্প উদ্যোক্তা মো. ইউসুফ ১ হাজার টাকা, ব্যাংক কর্মকর্তা রাজীব ৫০০ টাকা, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৫ হাজার টাকা, সিলেটভিউয়ের সাবেক সাংবাদিক যুক্তরাজ্যে থাকা মারুফ খান মুন্না ৩ হাজার টাকা, মাওলানা সালেহ আহমদ শাহবাগী ১ হাজার টাকা ও ফরিদ এন্ড ব্রাদার্সের ফাহিম আহমদ ১ হাজার টাকা অনুদান দেন সিলেটভিউয়ের তহবিলে।

সিলেটভিউ কর্তৃপক্ষ জানিয়েছে, তহবিলের অর্থ দিয়ে দরিদ্র, অসহায় মানুষের ঘরে ঘরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে।

সিলেটভিউয়ের তহবিলে দেশ কিংবা বিদেশের যে কেউ, সমাজের বিত্তবান, যে কোনো প্রতিষ্ঠান অনুদান দিতে পারবেন। তাদের অনুদান কোন কোন ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, তার পুরো হিসাব প্রদান করা হবে। যারা অনুদান দেবেন, তাদেরকে ফোন করে নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন সিলেটভিউ সম্পাদক।

সাহায্য তহবিলে অনুদান দিতে বিকাশ করা যাবে এই দুটি ব্যক্তিগত নাম্বারে- ০১৭১৬৪৪০০৯৫ ও ০১৭১৮১৮২৭৪০ (ব্যক্তিগত)।
 
সিলেটভিউ২৪ডটকম/১৮ এপ্রিল ২০২০/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন