আজ বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ইং

সিলেটে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৩ ১৩:১২:৫৪

নিজস্ব প্রতিবেদক :: চলে গেছে ঘূর্ণিঝড় আমফান। তবে এর রেশ যেন এখনও পুরোপুরি কাটেনি। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনও মেঘলা। তবে এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী দুইদিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুইদিনের যেদিনই হোক না কেন, ঈদের দিন সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ মে) সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান জানান, ‘কাল (রোববার) ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।’

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর রোববার না সোমবার উদযাপিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।


সিলেটভিউ২৪ডটকম / ২৩ মে, ২০২০ / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন