আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শাবির ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি মঙ্গলবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ২২:৩১:১৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা হয়নি মঙ্গলবার।

জানা গেছে, ঈদের ছুটির কারণে সিভিল সার্জন অফিস থেকে ল্যাবে নমুনা না পাঠানোয় পরীক্ষা কার্যক্রম হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অন্যান্য কার্যক্রম চালু ছিলো।
বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয় ১৯ মে।

শাবির পিসিআর ল্যাবে শুরু থেকে এই পর্যন্ত ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার মাধ্যমে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন