আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৭

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৭ ০১:২৫:৫১

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে গত ২৪ ঘন্টা নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জকিগঞ্জ উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন জকিগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান ও অপর দুজন সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশ্চিত করে জানানো হয় যে, গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় জকিগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান জাকির হোসেন (৩০), সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার আনসার সদস্য খোরশেদ মিয়া (৩০) ও কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখার আনসার সদস্য স্বপন দেব নাথ (২৪) নতুন করে শনাক্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউনে রাখতে কাজ করছে থানা পুলিশ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখন পর্যন্ত জকিগঞ্জে মোট ১৭ জন সনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের এ প্রসঙ্গে বলেন, পল্লী বিদ্যুতের যিনি শনাক্ত হয়েছেন তার বাসা লকডাউন করা হয়েছে। ব্যাংকে কর্মরত যে দুই আনসার সদস্য শনাক্ত হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিরাপদে সরিয়ে নিতে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে।

সিলেটভিউ২৪ডটকম/২৭ মে ২০২০/আহাতা/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন